সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে
সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে ?
যা আমি আগেই বলেছি, cybersecurity হলো সেই প্রক্রিয়াটি যেখানে networks, devices বা programs গুলোকে যেকোনো ধরণের cyberattack থেকে রক্ষা (protect) বা পুনরুদ্ধার (recover) করা হয়।
Cybersecurity সেবা প্রদান করার জন্য Cyber Security expert দের একটি সংগঠন বা দল থাকেন যারা বিভিন্ন ধরণের programs, software বা hardware ইত্যাদি ব্যবহার করে আমাদের computer, device, network ইত্যাদির মধ্যে কিছু layers of protection যোগ করেন।
এই layers of protection (সুরক্ষা) গুলো যোগ করার ফলে আমাদের Network, Computer System, program, data বা server ইত্যাদি গুলো সুরক্ষিত থাকে এবং হ্যাকার রা কোনো ধরণের ক্ষতি সাধন করতে পারেনা।
এই প্রক্রিয়াতে একটি কম্পিউটার সিস্টেম এর সমস্যা এবং দুর্বলতা গুলোকে খুঁজে বের করা হয় এবং security violations থেকে system টিকে রক্ষা (protect) করা হয়।
Cyber security কেন জরুরি ?
- আমাদের কম্পিউটারে থাকা file, data, information ইত্যাদি গুলোকে সুরক্ষিত রাখার জন্য cybersecurity জরুরি।
- বর্তমান সময়ে hackers এবং cyber criminals দের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং তাদের মাধ্যমে digital environment এর মধ্যে প্রচুর অপরাধ হয়েই থাকে। তাই, সাইবার সিকিউরিটির দ্বারা এই ধরণের hackers দের থেকে দূরে ও সুরক্ষিত থাকা যাবে।
- Banking এবং financial data গুলোকে সুরক্ষিত রাখার জন্য Cyber Security অনেক জরুরি। কেনান, বর্তমানে প্রায় প্রচুর ঘটনা হয়ে থাকে যেখানে অবৈধ ভাবে ব্যক্তির bank account থেকে digitally টাকা চুরি করা হয়।
- National security এবং দেশের defense system সুরক্ষিত রাখার ক্ষেত্রে Cyber Security অনেক জরুরি।
- বর্তমানে বেশিরভাগ সরকারি এবং বেসরকারি দপ্তরে যেকোনো কাজ ইন্টারনেটের মাধ্যমেই করা হয়। এক্ষেত্রে, দপ্তরের সিস্টেম গুলোতে থাকা জরুরি information এবং data গুলোকে সুরক্ষিত রাখার জন্য Cyber Security অতি প্রয়োজন। কোনো সরকারি দপ্তরের গোপনীয় ডাটা চুরি হয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার।
source
No comments