Cyber Monday

এসইও শিখতে কতদিন লাগে

 

এসইও শিখতে কতদিন লাগে?


এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি এসইও শিখতে কতটা সময় আর প্রচেষ্টা ব্যয় করছেন তার ওপর। তবে সাধারণত এসইও-র মৌলিক বিষয়াদি শিখতে ৬ মাসের বেশি সময় লাগে না। তবে একইসাথে থিওরিটিক্যাল ও প্র্যাক্টিক্যাল বিষয় শিখতে আরও বেশি সময় লাগতে পারে।

একজন SEO Expert-র আয়

এস ই ও করে আয় কতো হবে তা নির্ভর করে আপনি কি ধরনের বা কোন কোম্পানির জন্য SEO করছেন। সাধারণত ২-৩ বছরের অভিজ্ঞ একজন SEO Expert এর আয় মাসে গড়ে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার বেশি। কারণ যারা অভিজ্ঞ একজন SEO Expert মার্কেটপ্লেসে তাদের মূল্য অনেক বেশি।

No comments

Powered by Blogger.