নাসার কিউরিওসিটি রোভারের আবিষ্কারে চাঞ্চল্য
মঙ্গলে বইয়ের মতো দেখতে শিলা! নাসার কিউরিওসিটি রোভারের আবিষ্কারে চাঞ্চল্য
মঙ্গল গ্রহে নিত্যনতুন আবিষ্কার হয়েই চলেছে। নাসা তো একের পর এক তথ্য সামনে আনছে। পিছিয়ে নেই চিনা বিজ্ঞানীরাও। সম্প্রতি মঙ্গলের বিষুবরেখার সামনে তরল জলের অস্তিত্বের খোঁজ দিয়েছে চিনের রোভার। তারপরই নাসা বই আকৃতির শিলা আবিষ্কার করে চমকে দিল।
একেবারে বইয়ের মতো দেখতে শিলা! কেউ পড়ার আগে যেভাবে বই খোলা রাখেন, ঠিক সেভাবেই রয়েছে ওই বস্তু। নাসার কিউরিওসিটি রোভার তা আবিষ্কারের পরই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৌতুহল তৈরি হয়েছে নাসার বিজ্ঞানী থেকে শুরু করে মহাকাশপ্রেমীদের মধ্যে।
নাসার কিউরিওসিটি মার্স রোভারটি টেরা ফার্ম নামের পাথরের ক্লোজ আপ ভিউয়ের ছবি তুলেছে। এই ছবিটি তোলা হয়েছিল ২০২৩-এর ১৫ এপ্রিল। মঙ্গল গ্রহের হ্যান্ডলেন্স ব্যবহার করে ক্লোজ আপ ভিউ তোলার পর ওই ছবি সামনে আসে। মিশনের ৩৮০০তম মঙ্গল দিবসে একটি বইয়ের খোলা পৃষ্ঠার মতো শিলা আবিষ্কার হয়। এই শিলাখণ্ডটি প্রায় এক ইঞ্চি বা আড়াই সেন্টিমিটার। একটি অ্যানাগ্লিফে একই চিত্র দেখায়, যা লাল-নীল থ্রি-ডি চশমা দিয়ে দেখা যায়। অস্বাভাবিক আকৃতির শিলাগুলি মঙ্গল গ্রহে স্বাভাবিক বলেই মতে বিজ্ঞানীজদের। প্রাচীনকালে একটি পাথরের ফাটলের মধ্য দিয়ে জলের স্রোত বা প্রবাহের কারণে ওই শিলা গঠিত হয়েছিল। সুত্র:
একেবারে বইয়ের মতো দেখতে শিলা! কেউ পড়ার আগে যেভাবে বই খোলা রাখেন, ঠিক সেভাবেই রয়েছে ওই বস্তু। নাসার কিউরিওসিটি রোভার তা আবিষ্কারের পরই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৌতুহল তৈরি হয়েছে নাসার বিজ্ঞানী থেকে শুরু করে মহাকাশপ্রেমীদের মধ্যে।
নাসার কিউরিওসিটি মার্স রোভারটি টেরা ফার্ম নামের পাথরের ক্লোজ আপ ভিউয়ের ছবি তুলেছে। এই ছবিটি তোলা হয়েছিল ২০২৩-এর ১৫ এপ্রিল। মঙ্গল গ্রহের হ্যান্ডলেন্স ব্যবহার করে ক্লোজ আপ ভিউ তোলার পর ওই ছবি সামনে আসে। মিশনের ৩৮০০তম মঙ্গল দিবসে একটি বইয়ের খোলা পৃষ্ঠার মতো শিলা আবিষ্কার হয়। এই শিলাখণ্ডটি প্রায় এক ইঞ্চি বা আড়াই সেন্টিমিটার। একটি অ্যানাগ্লিফে একই চিত্র দেখায়, যা লাল-নীল থ্রি-ডি চশমা দিয়ে দেখা যায়। অস্বাভাবিক আকৃতির শিলাগুলি মঙ্গল গ্রহে স্বাভাবিক বলেই মতে বিজ্ঞানীজদের। প্রাচীনকালে একটি পাথরের ফাটলের মধ্য দিয়ে জলের স্রোত বা প্রবাহের কারণে ওই শিলা গঠিত হয়েছিল। সুত্র:
No comments